দোহারে পূর্বশত্রুতার জেরে নারীসহ আহত -৩।। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 5 February 2019

দোহারে পূর্বশত্রুতার জেরে নারীসহ আহত -৩।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, স্টাফ রিপোর্টার:
ঢাকার দোহারে পূর্বশত্রুতার জেরে আব্দুর রব (৫৫), আঃ খালেক (৫৩) ও সাজেদা বেগম (৪৬) নামে তিনজনকে দেশি অস্ত্রদিয়ে কুঁপিয়ে আহত করেছে দুরবৃত্তরা।
উপজেলার মইতপাড়ার পল্লী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের মৃত সাকিম আলীর ছেলে  আঃ রব , আঃ খালেক ও রবের স্ত্রী সাজেদা বেগম।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় দোকান মালিক আব্দুল খালেকর সাথে ভাড়াটিয়া ফালানের ৫ বছরের চুক্তিনামা ছয় মাস আগে শেষ হওয়ায় তাকে দোকান ছেড়ে দেওয়ার তাকিদ দিলে ভাড়াটিয়া ফালান রেগে যান এবং দোকান মালিক আঃ খালেককে মারার জন্য লাঠি নিয়ে তেরে আসেন ও দুজনের দস্তাদস্তি হলে খালেকের বড় ভাই আঃ রব দুজনকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। ভাড়াটিয়া ফালান ছুটে গিয়ে লাঠি দিয়ে দুই সহোদর বৃদ্ধ আঃ রব ও আঃ খালেককে আঘাত করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
ইউপি সদস্য আলী হোসেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আঃ হান্নান খানকে জানালে তিনি স্থানীয় সালিশ মিলন খান, আলী হোসেন মেম্বার ও মোঃ হানিফকে নিয়ে ঘটনাটি সমাধান করার কথা বলে। পরে রাত সাড়ে সাতটার সময় আহত রব ও খালেকের বাড়িতে গিয়ে একই এলাকার সোরহাব গাছীর ছেলে জেলহক (৪০), ফালান (৩৫), কামরুজ্জামান (৩২),নূরজামাল (৩০) জেলহকের ছেলে হৃদয় (২৩),ফালানের ছেলে তফিকুল, ফালানের স্ত্রী নাছিমা (৩০) ও তমিজের ছেলে বিল্লাল (২০) দেশিঅস্ত্র দিয়ে ঘরের ভিতরে গিয়ে কোঁপাতে থাকে। রবের স্ত্রী বৃদ্ধা সাজেদা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুরবৃত্তরা তাকেও কোঁপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
পবে স্থানীয়রা আহত রব, খালেক ও সাজেদাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহতের মধ্যে রবের স্ত্রী সাজেদাকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে প্রেরণ করে। আহত খালেক জানায়, ভাড়াটিয়া ফালান ও তার স্ত্রী নাছিমা ইয়াবার বিক্রি করে এবং ছয় মাস আগে তাকে ইয়াবাসহ দোহার থানা পুলিশ গ্রেফতার করে।
জেল থেকে ছাড়া পেয়ে স্বামী স্ত্রী দুজনে দোকানে বসে ইয়াবা বিক্রি করে এজন্য তাকে দোকান ছেড়ে  দেওয়ার কথা বললে সে আমাকে মারতে আসে। কয়েকবার ইউপি চেয়ারম্যান হান্নান খান সালিশের জন্য বসার চেষ্টা করলে সে কাউকেই তোয়াক্কা করেনা।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলে , আমি তাদের ঘটনা সমাধান করার চেষ্টা করেছি দেখে দুরবৃত্তরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদাণ করছে এবং আমার ছোট ছেলে সজিবকে মারার জন্য চেষ্টা করলে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত আঃ রব বাদী হয়ে  ৮ জনকে আসামী করে দোহার থানায় একটি অভিযোগ দাখিল করেন।



একুশে মিডিয়া/আরএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages