মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
বাঁশখালীর গন্ডামারায় চলমান এসএস পাওয়ার প্ল্যান্ট এর কার্যক্রম পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত ঝিয়ং জু (তযধহম তঁব)। গত শনিবার দুপুরে প্রশাসন ও প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় সাথে ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা (বিপিএম বার, পিপিএম), এএসপি (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দীন, প্রজেক্টের পিডি মি. ওয়াং জিয়ং (ডধহম ঔরড়হ) , প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার মহাপাত্র, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাঁশখালীর গন্ডামারায় বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীন এবং দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলমের যৌথ উদ্যোগে নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্ট এর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সেখানে বাংলাদেশ, চীন এবং ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নির্মাণ কাজ তদারকি করছেন। শনিবার সকালে কঠোর নিরাপত্তায় চীনের রাষ্ট্রদূত ঝিয়ং জু (তযধহম তঁব) নির্মিতব্য কয়লা প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন। সেখানে প্রায় তিনি সাড়ে ৩ ঘন্টা অবস্থান করেন। উল্লেখ্য, বাঁশখালীর এই এস এস পাওয়ার প্ল্যান্ট (এস. আলম কয়রা বিদ্যুৎ প্রকল্প) ২০২২ সাল নাগাদ নির্মাণ কার্যক্রম শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment