আল আমিন মুন্সী:>>>
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে সোমবার রাত ১০ টায় বাদশা ( ২৭) ও শাওন ( ২৫) নামে পলাশের শীর্ষ অপহরণ কারী দুই যুবক কে আটক করেন।
ঘোড়াশাল, পুলিশ ফাঁড়ির এ এসআই রফিকুল ইসলাম আটকৃত আসামী বাদশা হলেন। দক্ষিন চরপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে অপর আসামী শাওন একই গ্রামের ছেলে।
এ বিষয় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মকবুল হোসেন মোল্লা বলেন। এই আসামীরা দীর্ঘদিন ধরে বাচ্চাসহ বিভিন্ন বয়সের লোক অপহরণ করে মুক্তিপন দাবী করতেন, মুক্তিপনের টাকা না পেলে মেরে ফেলতো মানুষ আমরা তাদের কে আটক করে কোর্টে পেরণ করি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment