বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্" এর ভোলা সদর "আহবায়ক "। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 20 March 2019

বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্" এর ভোলা সদর "আহবায়ক "। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ভোলা প্রতিনিধি:>>>

"বাংলাদেশের অন্যতম সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান “হক” গ্রপের চেয়ারম্যান তরুন    বিশিষ্ট সমাজসেবক,   মানিবক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা “মানবিক ঢাকা এবং বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্ “এর চেয়ারম্যান জননেতা আদম তমিজি হকের স্বপ্ন কে বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশে, “বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্” এর কমিটি প্রকাশ করেছে গত ১৬ এবং ১৭ মার্চ। তাঁরই ধারাবাহিকতায় ভোলা জেলার সদর  উপজেলা কমিটি প্রকাশ করা হয়।কমিটিতে দাউদ ইব্রাহীম সোহেল খান  কে আহবায়ক এবং মোঃরিপন ফরায়েজী কে সদস্য সচিব করে ১১ সদস্যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।   মোঃশেখ ফরিদ, মোঃ মাকসুদ হাওলাদর,মো:শহিদুল্লাহ,মোঃ সাইফুল ইসলাম,মোঃ খাইরুল ইসলাম,মোঃইমরান ফরায়েজী কে যুগ্ম আহবায়ক করা হয়, কমিটির কার্যকরী সদস্য হলেন মোঃমিরাজ, মোঃ জাফর,মোঃরুহুল আমিন
।উল্লেখ্য মানবিক ঢাকা এবং বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্ এর মাধ্যমে আদম তমিজি হক ২০ টি শেখ রাসেল মানবিক স্কুল প্রতিষ্ঠা করেছে,ঢাকা শহরে বস্তিবাসীদের জন্য নির্মাণ করেছেন অসংখ্যা স্বাস্থ্যসম্মত টয়লেট।যাতায়াতের জন্য নির্মাণ করেছেন ব্রীজ।শীত বস্ত্র বিতরণ,অসহায় ছিন্নমূল মানুষকে বাসস্থান করে দেওয়া থেকে শুরু করে মানবতার প্রয়োজনে ছুটে চলেন মহান এ মানব।আদম তমিজি হক সারা বাংলাদেশে তাঁর কাজের পরিধি বাড়াতে চান বলেই এ প্রচেষ্টা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages