পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে গৃহকর্তীর মৃত্যু!। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 29 March 2019

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে গৃহকর্তীর মৃত্যু!। একুশে মিডিয়া


আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা নিতিশ চন্দ্র বর্মন (নিরব):>>>
পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডের ঘটনায় ০৯ পরিবার ক্ষতিগ্রস্থ সহ এক গৃহকর্তীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের জনৈক জুয়েলের বাসায় বৈদ্যুতিক সট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটিয়ে মহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে প্রতিবেশী ইসলাম, সুয়েল, হাজিরুল, রবিউল, ইন্তাজুল, হাসিরুল ও মইজুলের সমস্ত ঘর সহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল আগুনে ভূষ্মিভুত হয়।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে পুড়ে যাওয়া ঘর ও আসবাব পত্রের ছাঁইয়ে পানি ঢেলেছে। এদিকে ঘড়ে থাকা টাকা আনতে গিয়েই বিশু মোহাম্মদের স্ত্রী রহিমা (৬০) আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু বরন করেন।

এদিকে আগুনের খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, নবনির্বচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে ২ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, ০৯ টি কম্বল, চাল, ডাল, তৈল সহ ১টি করে প্যাকেজ পেকেট প্রদান করেন।






একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages