একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা কাপ ভলিবল টুনামেন্ট ২০১৯ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্নামোন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এদিনে প্রথম রাউন্ডে উদ্বোধনী খেলায় সিমলা রোকনপুর ইউনিয়ন ভলিবল দল ২ - ০ সেটের ব্যবধানে নিয়ামতপুর ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে জয়ী হয়।
![]() |
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন, টুনামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব ও যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু,নাছির চৌধুরী, একরামুল হক সংগ্রাম, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভ’ষন ভ’ষন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মানোয়ার হোসেন ওয়াসিম এবং খেলার ধারাভার্ষ্য দেন বসির আহম্মেদ ও কামাল হোসেন। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন নজরুল ইসলাম ও ফারুক হোসেন।
ভলিবল টুনামেন্ট কমিটির সদস্য লুৎফর রহমান লাড্ডু জানান, ১ টি পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের ভলিবল দল নিয়ে মোট ১২ টি দলের অংশগ্রহনে দু’দিনব্যাপী এ টুনামেন্টর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বুধবার সকালে ও বিকালে মোট ৮ টি খেলা অনুষ্টিত হয়। ১ম দিনের বিজয়ীদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে টুনামেন্টের সেমিফাইনাল ও বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে। ফাইনালে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফি সহ ১০ হাজার টাকা পুরুস্কার দেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment