একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ কর্মসূচিতে সেচ্ছাসেবক দল ছাড়াও যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানানো হয়।
সেসময় জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বাবলুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment