রাবিতে জুয়ার আসর থেকে বহিরাগতসহ আটক ১২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 2 September 2019

রাবিতে জুয়ার আসর থেকে বহিরাগতসহ আটক ১২

 একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে বহিরাগতসহ ১২ জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (০২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরে নেতৃত্বে চতুর্থ শ্রেণীর কর্মচারি ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন কর্মচারী ক্লাবে একটি রুমে প্রায় অর্ধশতাধিক কর্মচারিসহ বহিরাগতরা কয়েকটি গ্রæপে বিভক্ত হয়ে  জুয়া খেলছিল। রুম থেকে বিপুল পরিমাণ তাস উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে জুয়া খেলায় বিষয়টি স্বীকার করে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি ইমান হাসান বলেন, এখানে খুবই অল্পপরিমাণের বাজিতে জুয়া খেলা হয়। কখনো হয়তো পেপসি বা চায়ের বাজিতে খেলা হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবগুলোতে আরও বড় বাজিতে জুয়া খেলা হয় সেখানে পুলিশ বা প্রক্টর অভিযান পরিচালনা করতে পারেনা। আমরা আগামীকাল ইউনিয়নের বৈঠক ডেকেছি। বৈঠক শেষে আমাদের কর্মসূচি ঘোষণা করবো।
প্রক্টর লুৎফর রহমান বলেন, মাদক ও জুয়া খেলা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্মচারী ইউনিয়ন ক্লাবে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার অপরাধে বহিরাগতসহ ১২ জনকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে তিনি আরো বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীরা মাদক ও জুয়ার কারণে তাদের টাকা পয়সা নষ্ট করছে। বহিরাগতরা এসে তাদের মাদক ও জুয়া খেলায় উদ্বুদ্ধ করছে। তাই তাদের এই ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কর্মচারী ক্লাবে মাদক ও জুয়া খেলা হয় এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদেরকে থানায় আটকে রাখা হয়েছে। অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages