সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:>>>
জয়পুরহাট
জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয় ভাল
কাজের স্বীকৃতি স্বরুপ পাঁচবিবি থানার একাধিক অফিসারকে পুরস্কৃত করেন।
ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার সহ বিবিধ কাজের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার
প্রাপ্ত অফিসারগণ হলেন, এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই মোঃ শামিদুল্যাহ
সরকার, এসআই মোঃ হাফিজুর রহমান, এস.আই মোঃ রেজাউল আকন্দ, এসআই মোঃ তোফায়েল
হাসান, এসআই মোঃ জাকারিয়া খান, এসআই মোঃ এনামুল হক, পিএসআই মোঃ জাহাঙ্গীর
হোসেন, এএসআই মোঃ শামশুল আলম।
এতো
বেশী পরিমান অফিসার ইতিপূর্বে পাঁচবিবি থানা হতে পুরস্কার পান নাই।
পুরস্কার প্রাপ্ত অফিসারগণ বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই অবদান তাদের মধ্যে
আরও বেশী কাজ করার উৎসাহ এবং প্রেরণা যোগাবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment