![]() |
মোঃ
জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে অস্ত্র ও ইয়াবাসহ খলিল বেপারী
(৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। উপজেলার বটিয়া এলাকা
থেকে তাকে আটক করে। সন্ত্রাসী খলিল ঐ এলাকার মৃত মান্নান বেপারীর ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার ও পুলিশ সুপার মো. এনায়েত
হোসেন মান্নান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে
র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের
নেতৃত্বে রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্ত্রাসী খলিলকে গ্রেপ্তার
করা হয়েছে।
এসময় তার সাথে থাকা একটি রিভলবার, একটি দেশীয় তৈরি অস্ত্র
হাসুয়া, একটি চাপাতি ও ১০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত খলিলের বিরুদ্ধে দোহার থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment