![]() |
সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>>
সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে ব্যর্থ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে বেলকুচি উপজেলার সয়দাবাদ -এনায়েতপুর মহাসড়কের মাইঝাল গ্রামস্থ ওয়াবদা পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ ডাকাতির সরঞ্জাম হিসাবে ১টি স্টিলের ছুরি,১টি লোহার শাবল,১টি খেলনা পিস্তল ও করাত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মৃত হেলটু শেখের ছেলে ফকির চাঁন(২৫),বেল্লাল হোসেনের হোসেনের ছেলে হাইউল শেখ(২০),উভয় সিরাজগঞ্জ জেলার মিরপুর (রেলওয়ে কোলনী) বাসিন্দা।
বেলকুচি থানার অফিসার ইর্নচাজ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মাইঝাল গ্রামস্থ ওয়াবদা পাকা রাস্তার উপর মোড় এলাকায় ১৪-১৫ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment