আমি কলঙ্কিনী রাধা: ডেইজী রোদেলা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 13 November 2019

আমি কলঙ্কিনী রাধা: ডেইজী রোদেলা


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-ডেইজী রোদেলা:
এগো বৃন্দে তারে কইও আর না বাঁশি বাজাইতে

বাঁশিরও সুরে আমি রাধা ঘরে না পারি থাকিতে

বাঁশের বাঁশি সুর ধরে কলঙ্কিনী রাধা নামে
আমি রাধা থাকি কেমনে???


ওগো সখী আর যাব না 
জলকে ছলে যমুনার ধারে
শ্যাম কালিয়ার রুপ হেরিয়া
আমার অন্তরে কেবল পোড়ে!

সখী, তোরাও হইতি ঐ রুপ দেখে পাগল
আমার নয়নে যা দেখে!
সই কালা বিনে আমি বাঁচি কেমনে
কালা কি একবার আমায় ভাবে না মনে???

নীশিরাতে বিশের বাঁশি রাধা নামে ডাকে
আমার মন যে কেবল কালার কাছেই থাকে
আমি রাধা ঐ রুপ হেরিয়া কলঙ্কিনী হইলাম
এ জীবনে না যদি পাই তারে
আমি রাধা সই বাঁচি কেমন করে!

এগো বৃন্দে কইও তারে যমুনার ধারে আর না আসিতে
তার বাঁশির সুরে পারি না সইতে
বাঁশির সুরে করলো আমায় কূল হারা
আমি রাধা হইলাম পাগলপরা!

সারাবৃন্দাবন বাঁশির সুরে কয় রাধা নাম
শ্যাম কালার লাগি পাগলও হইলাম
কাষ্ঠ যেমন আগুনে জ্বলে
আমি রাধা তেমনি পুড়ি পলে পলে...!!!




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages