বেলকুচিতে এমপি'র উপস্থিতিতে পার্টি অফিসে দুই গ্রুপের সংঘর্ষ, যুবলীগ কর্মী আহত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 5 December 2019

বেলকুচিতে এমপি'র উপস্থিতিতে পার্টি অফিসে দুই গ্রুপের সংঘর্ষ, যুবলীগ কর্মী আহত



সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:>>> 
সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের উপস্থিতিতে দলীয় আভ্যান্তরিন কোন্দলের কারণে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী আতিকুর রহমান আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচিত এমপি আব্দুল মমিন মন্ডল বেলকুচি পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন করে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে যুবলীগ কর্মী আতিকুল ইসলাম জিয়া আহত হয়।
আতিকুল ইসলাম জিয়া এই প্রতিবেদককে জানান, আমাদের দলীয় আভ্যান্তরিন কারণে বেলকুচি পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম ও তার সহযোগীরা  আমার উপর অতর্কিত ভাবে হামলা করে। এতে আমি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেই। এবিষয়ে কাউন্সিলর শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এমপি সাহেবকে মোটরসাইকেল করে একটা ব্রিজ পরিদর্শনে নিয়ে যাই।
এতে জিয়া ইরশান্বিত হয়ে আমার সাথে বাক বিতর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে এটা সংঘর্ষে পরিনিত হয়। তবে এ বিষয়ে স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল কোন মন্তব্য করতে রাজি না হয়ে বলেন, বিষয়টি নেতা কর্মীরা সবাই জানে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages