![]() |
এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কালিকাপুর ইউনিয়নে স্থানীয় সাতঘড়িয়া যুব সমাজের আয়োজনে সাতঘড়িয়া মোসলেম মার্কেটে এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
স্থানীয় সমাশপুর মোসলেম মার্কেটের সামনে ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার,এসময় তিনি বক্তব্য প্রদান কালে সমাজের ভয়াবহ মাদকের সর্বনাশা ছোবল থেকে দূরে থেকে যুবসমাজের এমন আয়োজনে আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, তিনি বলেন নিঃসন্দেহে ক্রীড়া সাংস্কৃতি সমাজের সকল অপসংস্কৃতি প্রতিরোধ করে।আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ হাসান এর উপস্থাপনায় ও মোসলেম মার্কেটের প্রোপ্রাইটর মোসলেম মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরাফত আলী মেম্বার, সাতঘড়িয়া গ্রামের সর্দার আব্দুল বারেক,সাতঘড়িয়া সূর্য তরণ সংঘের সভাপতি মাহামুদুল ইসলাম মাছুম সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন কুয়েতি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জুয়েল,সাতঘড়িয়া সূর্য তরুণ সংঘের আরিফ, জানে আলম, খোকন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় সাতঘড়িয়া ব্যাডমিন্টন একাদশ কে হারিয়ে বিজয়পুর ব্যাডমিন্টন একাদশ চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠান সভাপতি মোসলেম মিয়ার সমাপনী বক্তব্য প্রদান শেষে আমন্ত্রিত প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ সকল অতিথি বৃন্দ খেলোয়াড় দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment