![]() |
একুশে মিডিয়া, নড়াইল প্রতিনিধি:>>>
নড়াইলে ডিবি পুলিশের অভিযান। পালাতক আসামী পলাতক। ডিবি এস আই সৈয়াদ জমারত আলীর গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলে ৩ টি জি আর মামলার পলাতক আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার করে রবিবার ২৯ ডিসেম্বর গভীর রাতে ডিবি সৈয়দ জামারত এর নিকট সংবাদ আসে নড়াইল সদর থানাধীন জুড়ুলিয়া গ্রামের মোঃ শাম শেখের ছেলে ৩ টি জি আর মামলার পলাতক আসামী মোহাম্মদ আকিদুল ইসলাম (৩২) নড়াইলের লোহাগাড়া থানা এলাকায় ঘোরাঘুরি করছে,। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় হইতে উক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে থানা হাজতে প্রেরণ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment