গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জন্মদিন উদযাপন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 December 2019

গাইবান্ধায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জন্মদিন উদযাপন


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
 বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উদযাপন করেছে গাইবান্ধা জেলা যুবলীগ। এ উপলক্ষে আজ বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল। 
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস উল আলম হীরু এবং বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও পৌর মেয়র শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। 
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, মুকুল মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার প্রমুখ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages