![]() |
উজ্জ্বল রায়, নড়াইল:>>>
নড়াইলে (মাংস) খাশীর বদলে বকরি বা পাঠি ছাগল জবাই করে খাশী বলে বিক্রি করছে।
এভাবেই গ্রাহকদের সাথে প্রতারনা করে যাচ্ছে। এছাড়া জানা যায় পেটে বাচ্ছা ও জটিল রোগআলা ছাগল বাইরে থেকে জবাই করে খাশী মার্কেটে এনে বিক্রি করছে দিদারছে।
এসকল প্রতারকদের হাত থেকে বাচার জন্য পুলিশ প্রসাশনের হস্তখেপ চেয়েছেন ভুক্তভুগিরা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment