একুশে মিডিয়া, কুতুবদিয়া প্রতিনিধি :>>>
আজ শুক্রবার কুতুবদিয়ায় আসছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম। ২৬ ও ২৭ ডিসেম্বর চট্টগ্রাম এবং কুতুবদিয়ায় তিনি সরকারি সফরে আসবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মা: জিয়াউল হক মীর বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় কুতুবদিয়ায় সফরে আসছেন।
এ উপলক্ষে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শনও করবেন বলে তিনি জানান।
উল্লেখ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম ১৯৯৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০০০ সালে ৩ অক্টোবর পর্যন্ত কুতুবদিয়া উপজেলা নির্বাহি অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। অত্যান্ত সৎ,ধার্মিক নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দ্বীপ উপজেলায় তার বেশ সুনাম রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment