![]() |
শাইখুল ইসলাম, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ ইছমাঈল হুজুর(রাহঃ)
|
একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
(বারবাকিয়া, পেকুয়া, কক্সবাজার।)
কামিল(হাদিস,তাফসির,ফিকাহ্- ফাস্ট ক্লাস) স্কলার অব ফরায়েজ, গোল্ড মেডালিস্ট-১৯৪০ইং
★দারুল উলুম দেউবন্দ,সরানপুর,ভারত
★মাদরাসা-এ নাঈমিয়া,মুরাদাবাদ,ভারত
#কর্মজীবনঃ
প্রতিষ্ঠাতা- বায়তুল মামূর কমপ্লেক্স,কক্সবাজার।
সাবেক সভাপতি- জমিয়তুল মোদারেছিন, কক্সবাজার জেলা।
সাবেক সভাপতি- ইমাম সমিতি,কক্সবাজার জেলা।
সাবেক অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক,পেকুয়া।
সবেক মুদারিস- ছমদিয়া মাদরাসা,কক্সবাজার।
সাবেক মুদারিস- দারুল উলুম দেউবন্দ,সারানপুর, ভারত।
#সম্মাণিত_উস্থাদবৃন্দঃ
★ সদরুল আফাজিল, হযরত আল্লামা নাঈম উদ্দীন মুরাদাবাদী(রাহঃ),ভারত।
★শাইখুল আরব ওয়াল আদব,হযরত আল্লামা এজাজ আলী জৈনপুরী(রাহঃ),ভারত।
★শাইখুল ইসলাম আল্লামা মুফতী মুহাম্মদ শফী(রাহঃ),পাকিস্থান (লেখক,তাফসীরে মাআরেফুল কোরআন)
★শাইখুল ইসলাম, হযরত আল্লামা সৈয়্যদ হুসাঈন আহমদ মাদানি(রাহঃ),ভারত।
★হযরত মাওলানা সৈয়্যদ আব্দুল হক মক্কী(রাহঃ),মক্কা শরীফ,সৌদিয়া আরব।
★হযরত মাওলানা শব্বির আহমদ উছমানি(রাহঃ),ভারত।
★হযরত মাওরানা সৈয়দ হামেদ হাসান আজমগড়ী(রাহঃ),ভারত।
★হযরত মাওলানা আব্দুস সালাম আরকানী(রাহঃ), আরাকান,বার্মা।
★হযরত মাওলানা আব্দুল মালেক আল-কুতুবী(রাহঃ),কুতুবদিয়া,বাং লাদেশ।
★হযরত মাওলানা এলাহি বক্স হুজুর(রাহঃ),বাশঁখালী,চট্টগ্রা ম।
★হযরত মাওলানা শফিকুল ইসলাম হুজুর(রাহঃ),বাশঁখালী,চট্টগ্রা ম।
★হযরত বড় হুজুর(রাহঃ),গারাঙ্গিয়া,চট্টগ্ রাম।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment