দোহার ও নবাবগঞ্জে ৩৯৬ জন হোম কোয়ারেন্টাইনে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 25 March 2020

দোহার ও নবাবগঞ্জে ৩৯৬ জন হোম কোয়ারেন্টাইনে


মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জ ও দোহারে ৩৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।  নবাবগঞ্জে ৩৩০ জন ও দোহারে ৬৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানায়, নবাবগঞ্জে এ পর্যন্ত ৫২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে ১৯০ জনের কোয়ারেন্টাইনের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩০ জন, তারা সকলেই প্রবাসী।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, দোহারে এ পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ১৭২ জনকে। এর মধ্যে ১০৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৬ জন প্রবাসী। এছাড়া সুইজারল্যান্ড ফেরত এক প্রবাসীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।
ডা. জসিম উদ্দিন জানান, আইসোলেশনে থাকা ওই ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে আজ। অন্যদিকে, হোমে কোয়ারেন্টাইন না মানায় নবাবগঞ্জে এ পর্যন্ত ৫ জন ও দোহারে ২ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages