জাহিরুল মিলন, জেলা প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল হতে মোঃ নুরুজ্জামান শামীম ওরফে নান্টু (২৮) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি নুরুজ্জামান শামীম ভবারবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামির বিষয়টি নিশ্চিত করেন।
আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে গ্রেফতার আসামিকে পাঠানো হবে বলে তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment