মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাঁশখালীতে বাস- ও সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধ মহিলা নিহত। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়. বাঁশখলীর প্রধান সড়ক (সাধনপুর চারাবট্টল) এলাকায় চট্টগ্রাম শহর মূখি চলন্ত বাসের সামনে সিএনজি থেকে বৃদ্ধা মহিলা যাত্রী পড়ে যায়।
সূত্র জানা যায়, নিহত মহিলা বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য সিএনজি যোগে উপজেলার চাঁনপুর থেকে গুনাগরী যাচ্ছিলেন, হঠাৎ তিনি অজানা কারনে সিএনজি থেকে শহরমূখী চলন্ত বাসের সামনে শঠকে পড়ে যায় সিএনজি গাড়ীটি দ্রুত পালিয়ে যায়। এতে গুরুত্ব আহত হন মহিলা।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গুনাগরীস্থ বাঁশখালী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তোকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘর্টনা স্থালে পুশিল গিয়েছে এবং বাসটি রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন বলে জানান বাঁশখালী থানার এ.এস.আই আবদুল মোনাফ।
নিহত মহিলা হলেন, বাঁশখালী উপজেলার ১ পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের, এডভোকেট মুজিবের বাড়ির, আহমদ কবিরের স্ত্রী সামশুন নাহার (৬৭)।
No comments:
Post a Comment