এম এ হাসান, কুমিল্লা:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে ৩০ই মার্চ (সোমবার)কুমিল্লার মহানগর এলাকার রাজগঞ্জ চকবাজার ও নিউমার্কেট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সমম হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
আর প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করতে, সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে এবং অযথা বাজারে ঘোরাঘুরি না করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।
এছাড়াও শহরের ফৌজদারি রোড এলাকার টিসিবি'র ডিলার দুলাল এন্টারপ্রাইজ কর্তৃক ন্যায্যমূল্যে পণ্য বিক্রিও তদারকি করা হয়। বাজারে দ্রব্যমূল স্থিতিশীল আছে বলে পরিলক্ষিত হয়।
সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, সেক্রেটারি আজগর হোসেন ও সহসভাপতি জনাব দিপুর নেতৃত্বে বাজার কমিটির একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment