দোহারে মৃত পাগলীকে কবর দিলো জনগণের বন্ধু পুলিশ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 27 March 2020

দোহারে মৃত পাগলীকে কবর দিলো জনগণের বন্ধু পুলিশ


মোঃ জাকির হোসেন, জেলা  প্রতিনিধি:
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।" জনগণের বন্ধু বলা হয় পুলিশকে। আবার থানায় যেতে জনসাধারণের যেন যমের ভয়। কিন্তু দোহার থানা পুলিশের দায়িত্বে থাকা সাজ্জাদ হোসেন বরাবরের মতো আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন।
মানবতা, মানব সেবা কাকে বলে তার প্রমান দিলো দোহার থানা পুলিশ। ঘটনা একটি পাগলীর লাশঁ দাফনকে কেন্দ্র করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ জয়পাড়া ফায়ার সার্ভিস অফিসের সামনে গত চার পাচ দিন যাবত একজন পাগলী পরে ছিলেন।
বুধবার রাতে দোহার থানা পুলিশ খবর পেয়ে ডিউটিরত এসআই মনিরউজ্জান ঘটনাস্থানে যান। পরে তিনি পাগলীর জন্য কাফনের কাপড় ক্রয় করেন এবং এলাকাবাসির সহযোগিতায় রাতেই দাফন করার ব্যবস্থা নেন। ঘটনাটি মানুষের মনে মানবতার এক দাগ কেটে গেছে।


দোহার থানা পুলিশের এই দায়িত্বশীলতা সবাইকে আবেগে আপ্লুত করেছে। একইসাথে ওসি সাজ্জাদ হোসেন এবং এস আই মনিরুজ্জামানকে সবাই আকুণ্ঠ প্রসংসা করেছেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages