মোঃ ইব্রাহীম সোহেল, ভোলা:
ভোলায় জুয়া খেলার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৫ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার গভীর রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উত্তর দিঘলদী ৯নং ওয়ার্ডের মৃত শাহাজ্জল মিয়ার ছেলে আবু মুছা ও একই ওয়ার্ডের মৃত হাসিম মিয়ার ছেলে মাকসুদ। অন্য দুজন দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ২নং ওয়ার্ডের মৃত কাঞ্চন মাতব্বরের ছেলে ফারুক ও একই ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে নূরুল ইসলাম।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি মো. শহিদুল ইসলাম জানান, আটককৃত জুয়ারিদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়ে। আটককৃতদেরকে জুয়া আইনে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment