শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন ময়মনিসংহ জেলা শাখার উদ্যোগে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার প্রকোপে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা মানুষগুলোর পাশে দাড়িয়ে স্বাস্থ্য সেবার বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চরপাড়া এলাকার পপুলার ডায়াবেটিস সেন্টার চত্বরে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সাবান দেয়া হয়।
সংগঠনের সভাপতি ডাঃ হরি শংকর দাস, সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা সহ সভাপতি শাহাজালাল হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর হাসান মাসুম, প্রচার সম্পাদক ইমরান জামান বাবু, কোষাধ্যক্ষ আব্দুর রহমান বাবুল, সদস্য মোঃ তারা মিয়া, সৈয়দ এমদাদুল হক মিলন, আফাজ উদ্দিন উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে সহায়তা সামগ্রী হাতে হাতে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment