মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে লোহাগাড়ায় শনিবার রাতের বেলায় অসহায় মধ্যবিত্তের ঘরে খাদ্যসামগ্রি নিয়ে হাজির হলেন উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন।
সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্দেশে ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলা সদর এলাকার ৭৫০ মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রি পৌঁছে দেন তিনি।
খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ প্রায় ১২ কোজ ওজনের নিত্যসামগ্রি। এ সময়ে তার সাথে ছিলেন যুবলীগ নেতা জাফর আহমদ, ছরওয়ার কামাল, আবদুল মালেক ও জিয়াবুল হক প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহবায়ব মো: জহির উদ্দিন জানান, করোনা ভাইরাসের পরিস্থিতিতে কর্মহীন ও শ্রমজীবি মানুষ খাদ্যসামগ্রি পেলেও পাচ্ছে না মধ্যবিত্ত পরিবারগুলো। তাদেও কথা চিন্তা রাতের আধাঁরে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়।
লোহাগাড়া (চট্টগ্রাম)-উপজেলা সদর এলাকায় রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্যসামগ্রি বিতরণ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment