একুশে মিডিয়া, রিপোর্ট:
ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সাইবার পুলিশ। তার নাম আবু বকর সিদ্দিকী।<:একুশে মিডিয়া:>
প্রযুক্তিগত সহায়তায় শনিবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়।<:একুশে মিডিয়া:>
আটক আবুবকর সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির উদ্দিনের ছেলে।<:একুশে মিডিয়া:>
সাইবার পুলিশ জানায়, আবুবকর সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় একটি লিংক শেয়ার করেছেন; সেখানে তিনি লিখেছেন– ‘ব্যাংক এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত’ সংক্রান্ত পোস্ট ‘করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন মানুষ’ সংক্রান্ত ভিডিও, ‘ইয়া রাব্বুল আলামিন উনাকে হেদায়েতসহ সুস্থ করে দিন।<:একুশে মিডিয়া:>
সাইবার পুলিশ আরও জানায়, সোশ্যাল মিডিয়া ও অনলাইনে যে কোনো ধরনের গুজবসহ সাইবার অপরাধের তথ্য সিআইডি সাইবার পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ইউনিটের সঙ্গে যোগাযোগের জন্য নিম্নোক্ত যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন।<:একুশে মিডিয়া:>
ফেসবুক পেজ- https://www.facebook.com/cpccidbdpolice<:একুশে মিডিয়া:>
২৪/৭ কন্টাক্ট নম্বর-+৮৮০১৭৩০-৩৩৬৪৩১<:একুশে মিডিয়া:>
এবং ইমেইল- cyber@police.gov.bd<:একুশে মিডিয়া:>একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
No comments:
Post a Comment