মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
করোনা (কোভিট-১৯) মহামারী ভাইরাস কে কেন্দ্র করে নীজ উদ্দ্যেগে বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে, সে সাথে এ লকডাউন কে কেন্দ্র চট্টগ্রাম হাটহাজারীর উপজেলার চৌধুরীহাটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজির দায়ে ২ যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) চৌধুরী হাট রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।
ইউএনও জানান, লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজি করছিলেন দুই যুবক। ওই সড়ক দিয়ে যাতায়াত করা খাদ্য পণ্যের একটি গাড়ি থেকেও তারা ২০০ টাকা চাঁদা আদায় করে।
চাঁদা না দিলে এলাকার নিরাপত্তার অযুহাতে গাড়ি আটকে দেয়। তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় ওই দুই যুবককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment