দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 21 April 2020

দোয়ারাবাজারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ


একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশ জুড়ে লকডাউনে সস্তা হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু সস্তা হয়ে যাইনি প্রকৃতির নীতি-রীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান।
করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় কৃষকেরা পাকা ধান কাটতে পারছিলেন না।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি দীপঙ্কর কান্তি দের নির্দেশনায় এগিয়ে এসেছে দোয়ারাবাজার উপজেলার ছাত্রলীগ। সকল জল্পনা পেছনে ফেলে মাঠে গিয়ে নিজ হাতে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলেন দিলেন ছাত্রলীগ।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিক সংকটের কারণে অনেকটা দুঃচিন্তায় পড়েন উপজেলার কৃষকগণ। বিষয়টি জানতে পেরে, ধান কাটার কাঁচি নিয়ে সাহায্য করতে এগিয়ে আসেন ছাত্রলীগের কর্মীরা।মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কৃষকের দু’বিঘা জমির মত পাকা ধান কেটে তা সংরক্ষণ করেন।
জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম তানভীর রশিদ জানান, দেশের দুঃসময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুঃসময়ে আরো কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমার সার্বিক তত্ত্বাবধানে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগসহ সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে । এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহাবুব রানা,আব্দুল মুকিত আকাশ,জাহিদ হাসান পাপন, আকাশ ফরাজী, কামরুজ্জামান বাবু । যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিরাজুর ইসলাম , মান্না মিয়া প্রমুখ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages