এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন সর্দার এর নেতৃত্বে স্থানীয় পূর্ব কাশিপুর গ্রামের আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের উদ্যােগে ও পূর্বকাশিপুর গ্রামের প্রবাসী ও বিত্তবানদের সার্বিক সহযোগিতায় ৬ই এপ্রিল সোমবার বিকাল ৩ ঘটিকায় পূর্ব কাশিপুর গ্রামের শতাধিক অসহায় দুঃস্থ নিম্নমানের খেটে-খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য চলমান করোনা মহামারিতে লকডাউনে থাকা সমাজের অসহায় দুঃস্থ নিম্নমানের খেটে-খাওয়া পরিবারের প্রতি সহযোগিতা প্রদানের লক্ষে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয় উম্মুক্ত নয় বরং প্রতিটি পরিবারের বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয় উক্ত খাদ্য সামগ্রী।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, আলু ৩ কেজি, তৈল ১ কেজি, ডাল ১ কেজি।পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি ইন্জিনিয়ার একে এম সালাউদ্দিন এর সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম, মিয়াবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাশেম সর্দার, পূর্ব কাশিপুর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম মানিক, সহ-সভাপতি আশিকুর রহমান মজনু, উপদেষ্টা মন্ডলির সদস্য আমান উল্লাহ, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক নোমান, মাষ্টার হিরন, আনোয়ার ইমরান সহ উক্ত সংগঠন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা সদস্য বৃন্দ।
এসময় বিতরণের পূর্বে উক্ত সংগঠন এর পক্ষ থেকে গ্রামের বিভিন্ন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বৃত্তবানদের সার্বিক সহযোগিতা প্রদানে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন সর্দার।এরই মধ্যে ফটোসেশন বিহীন বাড়ীতে থেকে খাদ্য সামগ্রী পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment