একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ঈদ শফিং করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৯ জন ক্রেতা বিক্রেতা।<:একুশে মিডিয়া:>
সোমবার (১৮ মে) অভিযানে চারজন বিক্রেতা ও পাঁচজন ক্রেতাকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতা বিক্রেতারা ঈদ উপলক্ষে পণ্য ক্রয়বিক্রয় করছিল। এ সময় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।<:একুশে মিডিয়া:>
তাদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে কোতোয়ালী থানা এলাকায় এই অভিযান চলমান থাকবে। এসময় স্বাস্থ্যবিধি না মেনে পণ্য ক্রয় করতে আসা ১৫ জন ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।<:একুশে মিডিয়া:>
জানা যায় সিএমপির নির্দেশনা অনুযাযী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার কথা বলা হলেও কেউ তা মানছেন না। অভিযানে গেলেই চোখে পড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়াই ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতারা।<:একুশে মিডিয়া:>
এমনও দেখা গেছে- জেলা উপজেলার লোকজনও কেনাকাটা করার জন্য বাহার লাইনের বিভিন্ন মার্কেটে এসেছেন। যেটা করোনা ভাইরাস প্রতিরোধে নেতিবাচক ভূমিকা রাখবে।<:একুশে মিডিয়া:>
একুশে মিডিয়া/এমএসএ<:একুশে মিডিয়া:>
 
 

 


 

.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment