সৌদি আরবে করোনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 12 May 2020

সৌদি আরবে করোনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু

একুশে মিডিয়া,  লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: নাজিম উদ্দিন (২৮) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সৌদি আরবের সময় বিকেলে ৫টার দিকে মক্কার আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বড় ভাই সৌদি প্রবাসী মো: রফিক মুত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন। মো: নাজিম উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬নং
ওয়ার্ডের আমতলী দানেশ সিকদার পাড়ার মৃত আবদুল মালেকের পুত্র।
 জানা গেছে, মো: নাজিম উদ্দিন সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন।  তিনি জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৫ দিন আগে মক্কার আলহেরা হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। গত তিন দিন আগে  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী বিভাগের আইসিইউতে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
১১ মে সোমবার সৌদি আরবের সময় বিকেল ৫ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মো: জুনাইদ একুশে মিডিয়াকে  জানান, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো: নাজিম উদ্দিন নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন। পরিবারের কাছ থেকে মুত্যুর খবরািট তিনি জেনেছেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages