নিতিশ চন্দ্র বর্মন নিরব, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা আটোয়ারী থানা পুলিশের অভিযানে
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
আটোয়ারী উপজেলা আলোয়াখোয়া ইউনিয়নের
বামনকুমার গ্রামের ৬ মাস সাজা প্রাপ্ত মামলার আসামী মোঃ দুলাল পিতা-নূর
ইসলাম, সাং- বামনকুমার গুচ্ছগ্রাম, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়কে আজ সকার
৯ঘটিকার সময় তার বামনকুমার মৌজাস্থ্য হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পরিচালনা করে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটোয়ারী থানার এস আই শ্রী
প্রদীপ চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই
বিমল কুমার সহায়তায় মাদক মামলার ০৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মোঃ
দুলালকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জিআর ১০১/১৫ আদালতের মামলার ৬ মাসের
সাজা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
আটোয়ারী থানার ওসি মো: ইজার
উদ্দীন জানান, সাজা প্রাপ্ত আসামী মোঃ দুলালকে গ্রেফতার করে শুক্রবার সকালে
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment