গাইবান্ধা
সদরে দুইদিন আগে নিখোঁজ হওয়া মাসুদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ। আজ ৯ অক্টোবর শুক্রবার ভোর ৫টার দিকে সদরের কুমাড়পাড়া গ্রামের
একটি পুকুর থেকে ভাসমান এই মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।
নিহত যুবক সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া বাজার সংলগ্ন সাহাপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয়
সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ হন মাসুদ। এরপর থেকে অনেক
খোঁজাখুজিঁ করেও তাকে পাওয়া যায়নি। শেষমেশ পরিবার পেলো লাশ। আজ ৯ অক্টোবর
শুক্রবার ভোরে নামাজ শেষে কুমারপাড়া বাজারের পিছনে একটি পুকুরে যুবকের
ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে আসার
পর পঁচে গলে বিকৃত হয়ে যাওয়া ওই যুবককে পাশের গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে
বলে সনাক্ত করতে পারেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ
চলমান রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment