সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ বেলকুচিতে নব-নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন বেলকুচি প্রাথমিক শিক্ষা পরিবার। ১ মার্চ (সোমবার) সকালে বেলকুচি প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফের সঞ্চলনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়শংকর সাহা। বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমানের সভাপত্বিতে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, নব-নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা, প্যানেল মেয়র ইকবাল রানা, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সুজাব আলী, রামকৃষ্ণ মজুমদার, মোফাজ্জল হোসেন, সাবেক আওয়ামী যুবলীগের যুগ্ন-আহব্বায়ক এস এম ফারুক সরকার, ১ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক আহাম্মেদ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, আশরাফুল আলম তালুকদার, রহমত আলী, এস.এম রশিদুল হাসান জিন্নাহ, আহমিদা খাতুন প্রমূখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরে নব নির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজাকে ফুলের তোড়া দিয়ে বরণসহ সম্মাননা ক্রেস্ট ও প্রদান করে প্রাথমিক শিক্ষা পরিবার।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment