রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এমএ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বাস বিল্ডার্সের কনধর ও শৈলকুপা আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল বিশ্বাস,সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ,সদর থানার ওসি মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সম্পাদক প্রভাষক কেএম সালেহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন। আলোচনা সভা শেষে অতিথিরা ১২ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা। তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মালিক, প্রকাশক, সম্পাদকসহ সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment