একুশে মিডিয়া,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালিগঞ্জের পল্লীতে আগুন লেগে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলার দামোদরপুর বাজারে। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সূত্রে জানাগেছে।
ক্ষতিগ্রস্থরা হলেন দামোদরপুর বাজারের সাইকেল পার্স ও মুদি দোকান মালিক নুর ইসলাম, মুদি মালামাল ব্যবসায়ী আব্দুল আজিজ, স্যালো পার্সের দোকান মালিক আব্দুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী বিপ্লব হোসেন, ও মুদি দোকান মালিক লাটিম হোসেন ।
ক্ষতিগ্রস্থ বিপ্লব হোসেন জানান, গত ভোর সাড়ে ৩ টার দিকে হঠাৎ তাদের বাজারের আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার দিলে ঘুম থেকে উঠে এলাকাবাসী বাজারের দিকে আগুন দেখতে পান। আমিও ছুটে গিয়ে বাজারের দিকে দৌড়ে আসি। পৌছে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে। এ সময় কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্ত ফায়ার সার্ভিসের গাড়ি বাজরে পৌছানোর আগেই ৫ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বাকি আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নুর ইসলাম জানান, আমার দোকানের সকল মালামাল ও ক্যাশে থাকা প্রায় ২০ হাজারের বেশি নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।
ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা জাফর ইকবাল জানান, রাতের শেষভাগে ঘুমন্ত মানুষ আগুন লাগার চিৎকারে প্রথমে হতভম্ব হয়ে সকলেই বাজারের দিকে ছুটে আসেন। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও কয়েক লাখ টাকার মারামাল পুড়ে গেছে এতে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন।
কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে দিকে দ্রত রওনা দেন। কিন্ত বাজারটি স্টেশন এলাকা থেকে অনেক দুরে হওয়ায় তারা পৌছানোর আগেই অনেক মালামাল পুড়ে গেছে। বাকি আগুন গ্রামবাসীকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment