সুমাইয়া সুমি, মাধবদী থেকে:
ছবি: একুশে মিডিয়া ও সংগৃহিত |
নরসিংদীর জেলার মাধবদী পৌরসভার আনন্দী কড়ই তলা গ্রামে ১৪ মে ঈদের দিন বিকালে ক্রিকেট খেলতে গিয়ে অপু (১৫) নামে এক ছেলে খুন হয়েছে খুন হওয়ার ছয়দিন পার হলেও এখনো প্রধান আসামীকে গ্রেফতার করতে পারে নাই মাধবদী থানা পুলিশ।
মামলা ও পরিবারের সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালে আনন্দী কড়ই তলা গ্রামে ক্রিকেট খেলার এক সময় নিহত অপু পানি খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয় ঐ খানে থাকা কিছু বখাটে ছেলেদের সাথে । সেই সময় ক্রিকেট খেলার মাঠে ষ্ট্যাম্প দিয়ে নিহত অপুকে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় ।
অপুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলবে এই হুমকি দিয়ে চলে যান এলাকার কিছু বখাটে ছেলে এ ঘটনায় নিহত অপুর বাবা আলা উদ্দিন লেদু বাদী হয়ে মাধবদী থানায় সাতজনের নামে হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন৷ আনন্দী গ্রামের জাকির মিয়ার ছেলে রানা মিয়া(২৫) সোয়াদের ছেলে জাকির হোসেন (২৬) রমিজ উদ্দিনের ছেলে বিজয়(২৭), সালামের ছেলে রাতুল(২৫), পিতা অজ্ঞাত শাহিন (২৬)।
এ বিষয় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈদুজ্জামান এর সাথে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন হত্যার দিন আমি ছুটিতে ছিলাম (ওসি) তদন্ত তানভীর আহম্মেদ হত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাকির মিয়ার ছেলে তুহিনকে গ্রেফতার করেছি। ও প্রধান আসামী সহ বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
বুধবার ১৯ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment