সাংবাদিক সুমাইয়ার সহযোগিতায় স্বামীর নির্যাতন থেকে বেঁচে গেলো নববধূ মাসুমা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 8 July 2021

সাংবাদিক সুমাইয়ার সহযোগিতায় স্বামীর নির্যাতন থেকে বেঁচে গেলো নববধূ মাসুমা

আল আমিন  মুন্সী : 

বিয়ে যেনো হয়ে উঠলো নববধূর কাল কিছুদিন ভালো ভাবে সাংসার চলার পর নির্যাতন বলছি নরসিংদী  জেলার মাধবদী পৌরসভার গদাইরচর এলাকার (মৃত) শাহাজাহান মিয়ার মেয়ে  মাসুমা  এর কথা। গাজীপুর  জেলার কালীগঞ্জ থানার চান্দেরবাগ গ্রামের আলী আসাদ এর ছেলে কাওছারের সাথে চাঁরবছর আগে বিয়ে হয় মাসুমার।

বিয়ে হওয়ার পর কিছুদিন সুন্দর ভাবে সংসার চলার পর স্বামী শশুর বাড়ীর লোক হয়ে উঠে হিংস্র বাঘ, যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকে প্রতিদিন ঘাতক স্বামী   শশুর বাড়ীর লোকজননববধূ (মাসুমাএই নির্যাতন সইতে না পেড়ে এক পর্যায়ে তার পরিবার কে নির্যাতনের বিষয়  জানালে পরিবারের লোক জন এসে থানায় অভিযোগ করে পুলিশ এলাকার লোক নিয়ে নির্যাতনের বিষয়টা মিটিয়ে দেয়।

স্বামীর বাড়ীতে (মাসুমাকে) নিয়ে গিয়ে  আবার শুরু হয়  শশুর বাড়ীর সেই   নির্যাতন কিছু দিন  মুখ বন্ধ করে নির্যাতন সইতে থেকে, এক পর্যায়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার মাধবদী প্রতিনিধি সাংবাদিক সুমাইয়া সুমিকে ফেসবুকে নববধূ নিজে নির্যাতনের ছবি দিয়ে তার কাছে সহযোগিতা চান।

পরে সাংবাদিক সুমাইয়া সুমি ঘাতক স্বামীর  বাড়ী কালীগঞ্জে গিয়ে বধূ মাসুমাকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে আসে এই নববধূর চিকিৎসার ব্যবস্হা করেন। মাসুমার স্বামী কাওছারের  মুটোফোনে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায় নাই   

 

শুক্রবার জুলাই ২০২১ ইং# সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

নিউজটিতে আপনার মতামত কমেন্ট করুন শেয়ার করুন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages