আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও প্রার্থনা সভা অনুষ্ঠিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 12 November 2022

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ছৈয়দুল আলম:

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক  ঋষিকুম্ভ কুম্ভমেলা চট্টগ্রামের বাঁশখালীতে প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত এবারের একাবিংশ আন্তর্জাতিক  ঋষিকুম্ভ কুম্ভমেলার সফলভাবে উদযাপনের লক্ষ্যে অদ্য ১১ নভেম্বর রাত ৯টায়  কোকদন্ডীর জগদানন্দ ধামে বাঁশখালী ঋষিধাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে  প্রার্থনা সভা শুরু হয় এর আগে শুক্রবার সকাল ১০টায় ঋষিধামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

এর আগে একই দিন শুক্রবার সকাল ১০টায় ঋষিধামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ,  শ্রীমৎ সচিদানন্দ পুরী মহারাজ

বাবু বিভাস গুহ সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন  বাংলদেশ জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঋষিকুম্ভ কুম্ভমেলা পরিচালনা উদযাপন পরিষদের  সভাপতি সুকুমার চৌধুরী

আজিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর   ঋষিকুম্ভ কুম্ভমেলা পরিচালনা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ

ঋষিকুম্ভ কুম্ভমেলা পরিচালনা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক তড়িৎ গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাঁশখালী শাখার অর্থ সম্পাদক  ছোটন গুহ, ঢাকা মহাখালী খাদ্যগুদামের ব্যবস্থাপক চন্দ্র শেখর মল্লিক, পলাশ দাশ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু প্রদীপ গুহ, মিন্টু চৌধুরী

এসময় আরো উপস্থিত ছিলেন অজিত চৌধুরী, নেপাল গুহ, ভূপাল গুহ, ডাঃ বাদল চন্দ্রশীল,  দীপক দত্ত, শোভা রানী ধর, সুমন চৌধুরী, সুমন গুহ, ডাঃ জনি সরকার,  প্রভাস গুহ,  বাদল দেব,  সজল চৌধুরী, ডাঃ অম্লান দত্ত,  দেবাশীষ কানুনগো,  সুমন দেব,  সেগুন গুহ, রাজীব দাশ সহ আরো অনেকেই প্রমুখ।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের এক মহান মিলনমেলা আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা, একবিংশতম ঋষিকুম্ভ কুম্ভমেলা-২৩ উদযাপন অনুষ্ঠান ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী বাঁশখালীর কালীপুরের কোকদন্ডী ঋষিধামে অনুষ্ঠিত হবে

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages