২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ায় ১২ দলীয় জোট গঠন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 22 December 2022

২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ায় ১২ দলীয় জোট গঠন

একুশে মিডিয়া, রিপোর্ট:

চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ায় নতুন করে আত্মপ্রকাশ করেছে এই ১২ দলীয় জোট।


  • আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে জোটটি।

  • জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল।

  • সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

  • তিনি বলেন, আমরা চলমান সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথের সব কর্মসূচি সক্রিয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ১২ দল নামে পরিচিত থাকব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের অর্থনৈতিক মুক্তি লাভই আমাদের অভিন্ন লক্ষ্য।

  • এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ এবার রুখে দাঁড়িয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশগুলো প্রমাণ করেছে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক গণজাগরণ। সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই হামলা মামলা গ্রেফতারের মাধ্যমে তারা আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে।

  • আমরা ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপি ঘোষিত দশ দফা কর্মসূচি ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৭ দফা সংস্কার প্রস্তাব উন্নয়ন কর্মসূচিকে জাতীয় মুক্তির সনদ বিবেচনা করে একাত্মতা ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ভোটাধিকার, সার্বিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত সব আহ্বান আন্দোলনে অংশগ্রহণ করার অঙ্গীকার ঘোষণা করছি।

  • লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আমরা বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ১২ দল বিএনপির সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকব।

  • সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) এছাড়া জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এসময় জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages