কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের কাজিপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় পুরষ্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে অত্র মাদরাসা মাঠে এই পুরষ্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা ও শিক্ষার্থীদের কল্যাণে নানা দিকনির্দেশনা দেওয়া হয় এই সমাবেশে।
এসময় নূরানি তা'লীমূল কুরআন বোর্ড চট্রগ্রামের অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।গত ২০২২ সালে কাজিপুরে অত্র প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ অর্জন অর্জন করেছে।
অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব ইসহাক উদ্দীন কন্ট্রাক্টর এর সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা'লীমূল কুরআন বোর্ড, চট্রগ্রাম-বাংলাদেশ এর সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক আলহাজ্ব হযরত মাওলানা ইমদাদুল্লাহ সালাম।
এসময় এলাকার স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরন ও অভিভাবক সমাবেশ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment