স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
বাঁশখালীতে বৃহত্তম দুটি সুপার মার্কেটে ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রামদাশ মুন্সির হাট স্বপ্নীল সুপার মার্কেটকে ৪০ হাজার ও গুনাগরী এ গণি প্লাজাকে ৫০ হাজার টাকা, রামদাশ মুন্সির হাট স্বপ্নীল সুপার মার্কেটে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতাল লিঃ এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ওটি পরিচালনা করায় ১০ হাজার টাকা এবং একই মার্কেটে বিক্রয় নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী বিক্রির দায়ে আল রহমান কসমেটিকসকে ১০ হাজার ও জাহেদ কসমেটিকস ১০ হাজার সর্ব মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আগ্রবাদ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স এর ইন্সপেক্টর মোঃ রবিউল আজম, বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার মোঃ আজাদুল ইসলাম এবং আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্য।
এসময় সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে ফায়ার সার্ভিসের লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন কারণে দুটি মার্কেট, একটি প্রাইভেট হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment