সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চর জোকনালা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শাহআলম প্রমানিকের পরিবারের পাশে দাঁড়ালেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। সোমবার দুপুর ১২টার দিকে বেলকুচি পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্থ শাহ আলম প্রমানিকের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, পৌর নির্বাহী কর্মকর্তা ওয়ারেছ কবির, হিসার রক্ষক রফিকুল ইসলামসহ আরোও অনেকে।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চর জোকনাল গ্রামের শাহ আলম প্রামানিকের বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। এতে ৩ টি গরু পুড়ে ছাই হয়ে যায়। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment