একুশে মিডিয়া, ডেক্স রিপোর্টা:ই-একুশে মিডিয়া
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে দুই পরীক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষায় অংশ নেন।
দুই পরীক্ষার্থী হলেন, পতেঙ্গা নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাহির আলম ও পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান। জাহির আলমের বাড়ি নেত্রকোনার মদনপুর থানার হাসানপুর এলাকায়। থাকেন নগরের পতেঙ্গা এলাকায়। নুসরাত পটিয়ার বৈলতলী এলাকায়।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম বলেন, কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন।
জাহির আলম ডিজিটাল নিরাপত্তা আইনে ও নুসরাত জাহান নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে এসেছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, কারাগারে থাকার কারণে কারাবন্দি দুই পরীক্ষার্থীর কেন্দ্র বদল করে কারাগারে পরীক্ষা নেওয়া হয়েছে। নিয়মনুযায়ী সব ব্যবস্থা করে কারাগারের অফিস কক্ষে বসে তারা পরীক্ষা দিয়েছে।
No comments:
Post a Comment