সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 25 June 2023

সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী

একুশে মিডিয়া, ডেক্স রিপোর্ট:

ই-একুশে মিডিয়া

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী মুস্তফা কামালকে নির্দেশনা দেন তিনি রোববার (২৫ জুন) রাতে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা নির্দেশনা দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের শতাংশ এই আপদের সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি তিনি আরও বলেন, ‘আমরা সরকারি চাকরিজীবীদের মূল বেতনের শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে দেব বক্তব্যে প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে তর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবারের বাজেট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা (আওয়ামী লীগ) যখনই ক্ষমতায় এসেছি, জনগণের কল্যাণ, জনগণের উন্নয়ন, জনগণের স্বার্থ সুরক্ষা, সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া নিম্নবিত্ত থেকে সকলের স্বার্থ রক্ষা করেই বাজেট দিয়েছি তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের উন্নয়নটা অন্তর্ভুক্তিমূলক হবে, কাজেই শুধু আমরা সাধারণ প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করি না আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিও যাতে অর্জন হয় বাজেটে আমাদের কার্যক্রমগুলো সাজানো হয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে   সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার . শিরীন শারমিন চৌধুরী

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages