এইচ.এম. শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজার জেলার পেকুয়ায় সড়কে বাস ও সি,এন,জির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং ৩জন আহত হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) পেকুয়া উপজেলার এ বি সি মহাসড়ক টইটং ধনিয়াকাটা এলাকায় বিকাল ০৩-৩০মি:টায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সিএনজি অটোরিকশা যাত্রী মোঃ সিহাব উদ্দিন (৪৫) ও নুরুল আমিন (৫৫) নিহত হন। মোঃ সিহাব উদ্দিন বাঁশখালী উপজেলার পুইচড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোলাম নবীর ছেলে এবং নুরুল আমিন আনোয়ারা উপজেলার উত্তর কদম এলাকার হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশের একটি টিম দুর্ঘটনা অস্তলে উপস্থিত হয়ে আহতের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ নিহতদের থানায় নিয়ে যায় ।সিএনজিও বাস সার্ভিস বাসটি কে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া কলেজ গেইট চৌমহনী থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামের উদ্দেশ্যে পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছে ও চট্টগ্রাম থেকে পেকুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সার্ভিস বাসটি টইটং ধনিয়াকাটা এলাকায় পৌঁছলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির অটোরিকশার যাত্রী ঔষুদ ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী মোঃ সিহার এবং চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানার চাকরি জীবি নুরুল আমিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান । অপর ৩জন কে প্রাথমিক চিকিত্সা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে রেফার করেন। আহতদের মধ্যে এক জন মহিলার আশঙ্কাজনক অবস্থা বলেন জানান একজন পথচারী । আহতদের মধ্যে এক জন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার, অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি । পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার জানান, সিএনজি ও বাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment