আমি ঘুমাতে পারি না, সারাজীবনে এত কবর খুঁড়িনি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 19 August 2024

আমি ঘুমাতে পারি না, সারাজীবনে এত কবর খুঁড়িনি

একুশে মিডিয়া, আন্তর্জাতিক ডেস্ক:

ছবি : পার্সটুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাদ হাসান বারাকা নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন গণহত্যায় শহীদ ১৯ হাজার ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

হাসান বারাকা বলেন, এত দীর্ঘ সময় ধরে কবর খোঁড়ার কাজ করলেও আমি সারাজীবনে এত লাশ কখনো দেখিনি। এত কবরও আমি খনন করিনি। বারাকা আক্ষেপ করে বলেন, এত লাশ আর এত ধ্বংসযজ্ঞ কখনো দেখিনি।

৬৩ বছর বয়সী বারাকা জানান, মধ্য গাজার অন্যতম বৃহত্তম কবরস্থান আল-সুইদিতে ২৮ বছর ধরে কবর খোঁড়ার কাজ করে আসছেন। গত অক্টোবর ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে প্রতি সপ্তাহে তিনি ২০০ থেকে ৩০০ শহীদকে দাফন করেছেন।

তিনি জানান, এই আগ্রাসন শুরুর আগে প্রতি সপ্তাহে তিনি পাঁচটিরও কম কবর খুঁড়তেন। তিনি জানান, কবর খোঁড়ার কাজে এখন তার কোনো বিরতি নেই।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এই কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন গণহত্যায় শহীদ ১৯ হাজার ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages