বাঁশখালীতে সাবেক এমপি, আ.লীগের সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday 20 August 2024

বাঁশখালীতে সাবেক এমপি, আ.লীগের সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

একুশে মিডিয়া, প্রতিবেদক:

আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মামলাটি করেন উপজেলার ৫নং কালীপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এ্যাডভোকেট তকসিমুল গণি ইমন, এ্যাডভোকেট লুৎফুল হায়দার এ্যাডভোকেট আবু নাছেরসহ বিপুল সংখ্যক আইনজীবী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ আশ্রয়ে বাঁশখালীর কালীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চাঁদাবাজি, জায়গা জমি এবং বাগান দখলসহ বিরোধী লোকজনের ঘরবাড়িতে আগুন দেওয়াহয়।

বাদী সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, বিগত ২৫/.১২/২০২৩ এবং ২৫/০৭/২০২৪ তারিখে আসামিরা উপজেলার কালীপুরে তার লিচু বাগান দখল করেন। আসামিরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের ঘরবাড়ি ভাংচুর করেন।

মামলার বাদী নুরুল হক জানান, আসামিরা তাকে বিগত দিনগুলোতে ক্ষমতার জোরে চরমভাবে নির্যাতন করেন। তার সন্তান পরিবারের সদস্যদের একের পর মিথ্যা মামলা দেন। তাকে বাড়ি ঘরেও থাকতে দেননি।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট হেলাল উদ্দিন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages